আজ শহীদ মিনারে রনোর প্রতি শ্রদ্ধা নিবেদন বেলা সাড়ে ১১টায়

আপডেট: May 13, 2024 |
inbound2643798346080283390
print news

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনোর জানাজা ও দাফন আজ সোমবার। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল সাড়ে ১১টায় তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এর আগে বীর মুক্তিযোদ্ধা রনোকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হবে।

আজ সকাল ১০টায় হায়দার আকবর খান রনোর মরদেহ রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে আনা হলে দলের পক্ষ থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। মুক্তিভবনে শ্রদ্ধা জানানোর পর শোক র‌্যালি নিয়ে রনোর মরদেহ নেয়া হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে।

শহীদ মিনারের আনুষ্ঠানিকতা শেষে তার জানাজা বেলা দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

গত শুক্রবার দিবাগত রাত ২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সিপিবির উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও একাধিক বইয়ের লেখক।

Share Now

এই বিভাগের আরও খবর