বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্টে শুভ উদ্বোধন

আপডেট: June 30, 2024 |
inbound2311571599478043198
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুন (শনিবার) সকাল ১০টার দিকে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ফুটবল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)মোঃ মোতাহার হোসেন, জেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর,রহমান মিলন সিআইপি।

আরও উপস্হিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদমান আকিব, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিক ইকবাল, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা,জেলা ক্রীড়া সংস্হার নির্বাহী,সদস্য আমিনুল ফরিদ, শফিকুল ইসলাম বাবু,দিলরুবা আমিন আক্তার বানু সুইট, জাকিয়া সুলতানা, আলেয়া, জামিনুর রহমান জামিল ও গোলাপ তেওয়ারী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে ১০ টি দল অংশ গ্রহণ করবে।

Share Now

এই বিভাগের আরও খবর