কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় ৩ স্কুলছাত্রী নিহত

আপডেট: September 29, 2024 |
inbound2246975102997304396
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া নামক স্থানে দ্রুত গতি সম্পন্ন ঢাকা থেকে আসা মাইক্রোবাসের ধাক্কায় মক্তবের তিন কোরআন শিক্ষার্থী মৃত্যু বরন করেছেন অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের হানিফ শেখের মেয়ে মিম খাতুন (১২), পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল শেখের মেয়ে বিথি খাতুন (১২)।

আহত দুজন হলেন পালন শেখার মেয়ে সাদিয়া (১২) ও আনোয়ার হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (১০)। এদের আহত নিহত এদের সকলের বাড়ি শিমুলিয়া ইউনিয়নের কুচিপাড়া গ্রামে।

inbound908643067491995301

এদের মধ্যে থেকে হানিফ শেখের মেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং পালং শেখের মেয়ে তানজিলাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত্যুবরণ করেছেন বলে জানান হাসপাতালে কর্তব্যরত ডাক্তার শাহিনা খানম।

বাকি আহত তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করলে তাদের মধ্য থেকে হেলাল শেখের মেয়ে বিথী চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে এই ঘটনার পর এলাকায় সোকনেম এসেছে।

Share Now

এই বিভাগের আরও খবর