ব্যালন ডি’অর বর্ষসেরা তরুণ ফুটবলারের খেতাব জিতলেন ইয়ামাল

আপডেট: October 29, 2024 |
boishakhinews 91
print news

লামিনে ইয়ামাল, তাকে বিশেষায়িত করতে নামটাই যথেষ্ট। মাত্র ১৭ বছর বয়সেই গড়ে যাচ্ছেন একের পর এক কীর্তি। অমিত প্রতিভাবান এই কিশোরের সাফল্যের মুকুটে এবার যুক্ত হলো নতুন পালক। জিতেছেন বর্ষসেরা তরুণ ফুটবলারের খেতাব কোপা ট্রফি। সবচেয়ে কম বয়সে এই অর্জনের কীর্তি গড়লেন ইয়ামাল।
সোমবার (২৮ অক্টোবর) ফ্রান্সের প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানে ইয়ামালের হাতে পুরস্কারটি তুলে দিয়েছেন নেদারল্যান্ডস কিংবদন্তি রুদ খুলিত। পুরস্কারটি ইয়ামাল জিতেছেন ১৭ বছর ১০৭ দিন বয়সে। সেরার লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন পাউ কুবারসি, আর্দা গিলের ও আলেসান্দ্রো গার্নাচোর মতো উঠতি তারকাদের।এ নিয়ে তৃতীয়বারের মতো বার্সেলোনার ঘরে এলো এই পুরস্কার। এর আগে জিতেছিলেন দুই প্রতিভাবান তরুণ পেদ্রি (২০২১ সাল) ও গাভি (২০২২ সাল)। বাকিগুলো জিতেছেন কিলিয়ান এমবাপ্পে (২০১৮ সাল), মাটাইস ডি লিখট (২০১৯ সাল) ও জুড বেলিংহ্যাম (২০২৩ সাল)।

Share Now

এই বিভাগের আরও খবর