গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

আপডেট: November 4, 2024 |
inbound8394729897574999151
print news

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন গান বাংলার চ্যানেলের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার মধ্যরাতে তাকে গুলশানের গান বাংলা টেলিভিশনের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনার মামলায় তাপসকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।

তিনি বলেন, গান বাংলার প্রধান নির্বাহী তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

সংগীতের জনপ্রিয় মুখ কৌশিক হোসেন তাপস। গান বাংলা টিভির কর্ণধারও তিনি। পাশাপাশি তাপস আওয়ামী সংস্কৃতি অঙ্গনের আস্থাভাজন হিসেবে বেশ পরিচিত।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গানবাংলা ভবনের ভাঙচুর করা হয়। ভবনটির অধিকাংশ ফ্লোরজুড়ে ছিল চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ বিভিন্ন যন্ত্রাংশ।

Share Now

এই বিভাগের আরও খবর