বগুড়ায় র্যাবের অভিযানে ৫০৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩


শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০৮ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
০৫ নভেম্বর(সোমবার) রাত সোয়া ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া জানতে পারে, ঠাকুরগাঁও থেকে বগুড়ার উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি প্রেইভেট কার যোগে মাদক বহন করে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল বগুড়া সদর থানার নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা গ্রামস্হ টিএমএসএম মেডিকেল কজেল হাসপাতালের সামনে রংপুর-ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০৮ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-ঠাকিরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার কাসুয়া বেহারীপাড়া গ্রামের মৃত- লুদু মিয়ার ছেলে মোঃ রবিউল আলম(৩৯), একই এলাকার মোঃ শহিদ হোসেন এর ছেলে মোঃশমিম হোসেন(২৮),ওই এলাকার মৃত- ইয়াজ আলী মুন্সির ছেলে মোঃ আলিম উদ্দিন(৫০)। এসময় তাদের ব্যবহৃত পাইভেট কারের পিছনে ব্যাগডালার ভিতরে বিশেষ ভাবে রক্ষিত কাপড়ের ২টি ট্রলি ব্যাগ এবং একটি ট্রাভেল ব্যাগের ভিতর হতে ৫০৮ বোতল ফেন্সিডিল, পাঁচটি মোবাইল,পাঁচটি সীম,তিনটি ব্যাগ,প্রাইভেট কার উদ্ধারসহ জব্দ করা হয়।
র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের অন্তে তাদেরকে বগুড়া সদর থানার হস্তান্তর করা হয়েছে।