জয়পুরহাটে ফুলকুঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী উদযাপন

আপডেট: November 9, 2024 |
inbound960334573320507356
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো’ এই স্লোগানকে ধারণ করে জয়পুরহাটে জাতীয় শিশু কিশোর ফুলকুঁড়ি আসর জয়পুরহাট শাখার উদ্যোগে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু কিশোর সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আসরের জয়পুরহাট শাখার সভাপতি শিশু বিশেষজ্ঞ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট নবাগত জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, শজিমেক এর সহযোগী অধ্যাপক ডাঃ সাইদুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, বক্ষব্যাধী বিশেষজ্ঞ ডাঃ আমানুল্লাহ চৌধুরী।

আসরের সদস্য আলদ্বীন চৌধুরী ও আজমাইন ফায়েক এর যৌথ সঞ্চালনায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফুলকুঁড়ি আসর এর কেন্দ্রীয় সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞানচক্র পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব, জয়পুরহাট শাখার পরিচালক মাসুম বিল্লাহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদুল আলম লেবু, তালিমুল ইসলাম একাডেমীর অধ্যক্ষ এবিএম সিদ্দীকুল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা  মাইন ম্যারাথন, কুইজ প্রতিযোগিতায় ১১ টি স্কুলের ১শ৫৫ শিক্ষার্থীকে সন্মাননা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক  বলেন, শিশুদের মেধা বিকাশ ও বিনোদনের  জন্য এই শহরে একটি শিশুপার্ক স্থাপন করার বিষয়ে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ এর কথা জানান। ফুলকুঁড়ির সদস্যরা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে  দেশের সেবায় কাজ করার আহবান জানান।

সভায় জানানো হয় ফুলকুঁড়ি আসর দেশ সেবার জন্য  সদা সুন্দরের পতাকাবাহী শিশুকিশোরদের একটি সংগঠন।

জ্ঞানের সাধনায় সদা তৎপর শিশুকিশোরদের এক সুশৃঙ্খল সমাবেশ। সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে শিশু-কিশোরদের এক সংঘবদ্ধ প্রচেষ্টার নাম ফুলকুড়ি আসর।

Share Now

এই বিভাগের আরও খবর