ডিআইইউ ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের নেতৃত্বে লিটন-সাকিব

আপডেট: November 20, 2024 |
inbound4484506133253921225
print news

ডিআইইউ প্রতিনিধিঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের কমটি ঘোষণা করা হয়েছে।

লিটন মাহমুদকে সভাপতি এবং নাজমুস সাকিব সোহানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবু সিয়াম হোসেন হৃদয়, সুহানা নুর জান্নাতি, যুগ্ম সম্পাদক মংনু মারমা, অর্থ সম্পাদক মো. ফাহিম আহমেদ, তথ্যচিত্র সম্পাদক রবিন সরকার, যুগ্ম তথ্যচিত্র সম্পাদক মুসা নূর, জুনিয়র তথ্যচিত্র সম্পাদক সাব্বির হাস, ফটোগ্রাফি বিভাগের সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, ফটোগ্রাফি বিভাগের যুগ্ম সম্পাদক মো. নাঈম, ফটোগ্রাফি বিভাগের জুনিয়র যুগ্ম সম্পাদক চয়ন মিয়া, সৃজনশীল নকশা বিভাগের সম্পাদক শাহরিয়ার আলিফ, সৃজনশীল নকশা বিভাগের যুগ্ম সম্পাদক শরফুল আমিন , সৃজনশীল নকশা বিভাগের জুনিয়র যুগ্ম সম্পাদক জিনিয়া জাফরিন তন্নি, সাংগঠনিক সম্পাদক নুরুল মুরসালিন এজি মাহিন, যুগ্ম সংগঠনিক সম্পাদক মাহা তাবাসুম পৌলমী, অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক নাফিস আহমেদ, যুগ্ম অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক জান্নাতুল আরবি নাভা, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক মীর মো. সোহান, যুগ্ম সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক অন্তর প্রধান, কনটেন্ট ব্যবস্থাপনা সম্পাদক অনিমা জাহান আমেনা, যুগ্ম কনটেন্ট ব্যবস্থাপনা সম্পাদক মনিরুজ্জামান, জনসংযোগ সম্পাদক মুমু, যুগ্ম জনসংযোগ সম্পাদক মো. নিশান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রেয়া সরকার ও যুগ্ম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জান্নাত নাফিলানূর ইশা।

এছাড়াও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা হলেন- ফারিয়া ইসলাম ফিহা (সিএসই), মো. রিয়াদুল ইসলাম (ইইই), মো. ইমরান হোসেন এসকে (সিভিল), মো. ইসমাইল কুদ্দুস জীবন (ফার্মাসি), মরিয়ম ইসলাম (বায়োকেমিস্ট্রি), জাওয়াদ আল সামি (মাইক্রোবায়োলজি), হাজিরা খাতুন বৃষ্টি (আইন), মেহেরুন্নেসা ইকরা (বিবিএ), মোছা. সুরাইয়া খাতুন সৃষ্টি (ইংরেজি), পারভিন (অর্থনীতি), সিনথিয়া আক্তার (রাষ্ট্রবিজ্ঞান) ও রাফিয়া সুলতানা (সমাজবিজ্ঞান)।

ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের সভাপতি লিটন মাহমুদ বলেন, প্রথমেই ধন্যবাদ জানায় সকল শিক্ষকদের এবং আমার সহযোগীদের। ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের নভ সূচনা সবার হৃদয়ে স্পৃহা সৃষ্টি করবে।

ডিআইইউ’কে নতুন ভাবে তুলে ধরার এক সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবদ্ধ না থেকে ন্যাশনাল লেভেল কাজ করতে চাই। সবার সাথে মিলে এই ক্লাবকে অনন্য উচ্চাতায় নিয়ে যেন চাই

উল্লেখ্য, ফটোগ্রাফির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম দেশের চারিদিকে ছড়িয়ে দেয়া এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফটোগ্রাফিয় সম্ভাবনাগুলো বের করা ও সেগুলোর উন্নয়ন করার উদ্দেশ্যে যাত্রা করেছিল ডিআইইউ ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাব।

Share Now

এই বিভাগের আরও খবর