আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

আপডেট: November 22, 2024 |
inbound4928119388334725857
print news

আচরণবিধি লঙ্ঘনের দায়ে সবধরনের ক্রিকেট থেকে আট ক্রিকেটার ও এক ক্লাব কর্মকর্তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (২২ নভেম্বর) ভোরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বোর্ড।

জানা গেছে, গত ১৮ নভেম্বর তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও সাফফির স্পোর্টিং ক্লাবের মধ্যে সুপার লিগের ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনার প্রমাণ মিলেছে।

এ ঘটনায় তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসির আরাফাত, মোহাম্মাদ রিফাত, ইমন, তাসিন আহমেদ রনবী, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয় ও দলের কর্মকর্তা রবিন এবং স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মাদ হৃদয়কে এক বছরের নিষেধাজ্ঞা এবং কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিসিবি।

বিসিবির আচরণবিধির ২.১৯ ধারা অনুযায়ী, লেভেল-৪ ভঙ্গের অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় এমন শাস্তি পেতে হয়েছে তাদের।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলাভঙ্গের কোনো ঘটনায় কোনো প্রকাশ ছাড় দেয়া হবে না।

Share Now

এই বিভাগের আরও খবর