ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী খেলোয়াড়কে সংবর্ধনা 

আপডেট: November 22, 2024 |
inbound2267282231334715972
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: টানা দ্বিতীয়বার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টের বাংলাদেশ নারী দলের হয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল অ্যাকাডেমির তিন নারী খেলোয়াড় স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা। পুরো টুর্নামেন্টেই তাদের খেলা ছিল চমকপ্রদ।

টুর্নামেন্ট শেষে নিজ জেলায় ফিরলে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা নিজ কার্যালয়ে এই তিনজন নারী খেলোয়াড়কে সংবর্ধনা দেন।

এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের উপদেষ্টা ফারুক হোসেন, মাজেদ জাহাঙ্গীর অপু, মাসুদ রানা প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়ের আগে নারী ফুটবলারদের সফলতা ও তাদের পরিশ্রম বিষয়ে জানতে চান জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

এ সময় তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের ক্রীড়া জগতকে এগিয়ে নিতে জেলার সকল মাঠ সংরক্ষণ করা হবে। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জিমনেসিয়াম তৈরির প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।

রাণীশংকৈল মহিলা ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও কোচ তাজুল ইসলাম বলেন, দ্বিতীয় বারের মত সাফ চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য গর্বের।

যা আগামী দিনে দেশ গঠনে ভূমিকা রাখবে। মেয়েরা প্রমাণ করেছে তাদের মধ্যে অদম্য শক্তি ও প্রতিভা রয়েছে যা সঠিক ভাবে ব্যবহার করতে পারলে তারা দেশকে অনেক কিছু দিতে পারবে।

উল্লেখ্য, টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল।

সেই দলেই খেলেছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির স্বপ্না রানী, সাগরিকা ও কোহাতি কিসকু।

Share Now

এই বিভাগের আরও খবর