লক্ষ্মীপুরে জুলাই বিপ্লবে নিহত ও আহতদের স্মরণে জেলা প্রশাসনের সভা

আপডেট: November 26, 2024 |
inbound1983282442757363171
print news

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি: জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন হলরুমে আয়োজিত স্মরণ সভায় জেলা প্রশাসন রাজীব কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: আহমেদ কবীর, অ্যাডিশনাল এসপি এবি সিদ্দিক, জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর এসইউএম রুহুল আমিন ভূ্ঁইয়াসহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

জুলাই বিপ্লবে স্বৈরাচার সরকারের পেটোয়া বাহিনী ও কিছু বিপদগামীদের হামলার শিকার হয়ে যারা শহীদ হয়েছেন ও যারা অঙ্গহানিসহ নানাভাবে আহত হয়েছেন তাদের নিকটাত্মীয়দের উপস্থিতিতে স্মরণসভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সমন্বকরা বক্তব্য রাখেন।

এ সময় ছাত্র সমন্বয়ক শাহিদুর রহমান রাফি বলেন- ‘প্রশাসনের কাছে আমাদের একটি দাবি,জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছে ও যারা আহত হয়েছে তাদের প্রত্যেকটি দাবি মেনে নেওয়া।’

ছাত্র অধিকার আন্দোলনের লড়াকু সৈনিক রাফি আরো বলেন-‘জুলাই বিপ্লবের নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোসহ আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে সরকারকে।’

Share Now

এই বিভাগের আরও খবর