গাজীপুরে মাদক ও সন্ত্রাস দমন শীর্ষক  মতবিনিময় সভা

আপডেট: November 26, 2024 |
inbound651998850987721309
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান বলেছেন,৫ আগস্টের পূর্বে পুলিশ জনগণের বন্ধু ছিল না।

দুষ্টের দমন শিষ্টের সেবনের পরিবর্তে পুলিশ শিষ্টের দমন করেছে। ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে।

জুলাই আগস্ট এ পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। যারা এসব করেছে,তারা অপরাধ করেছে। তারা পুলিশের ইমেজ নষ্ট করেছে আমরা এর থেকে পুলিশকে বের করে আনতে চাই।

পুলিশ জনগণের বন্ধু হিসেবে পাশে থাকবে। এজন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।

তিনি আজ বিকেলে গাজীপুর শহরের জয়দেবপুর বাজার বাস টার্মিনালে স্থানীয় জনগনে সাথে মাদক ও সন্ত্রাস দমন শীর্ষক  মতবিনিময় সবায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, মোহাম্মদ, উপ—কমিশনার ইব্রাহিম খান, গাজীপুর  সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার হান্নান মিয়া হান্নু মধ্যে বক্তব্য রাখেন।

এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর