মোরেলগঞ্জে খালে বিষ প্রয়োগে দেশীয় প্রজাতির মাছ নিধন

আপডেট: November 26, 2024 |
inbound4610077939591768660
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উন্মুক্ত খালে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ  নিধন করে লুট করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

সোমবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে শ্রেণিখালী-ভাটখালী খালে বিষ প্রয়োগ করে মাছ ধরে নেয় ২০-২৫ জনের একদল সঙ্ঘবদ্ধ দুর্বৃত্ত।

মাছ ধরার জন্য দু’দিন আগে থেকেই উপজেলার শ্রেণিখালী খালটির মোহনার স্লুইজগেট খুলে পানি ছেড়ে দেয় অজ্ঞাত ওই দুর্বৃত্তরা।

পানি কমে গেলে সোমবার রাতে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে কিটনাশক ছিটিয়ে মাছ ধরে তারা। বিষক্রিয়ায় আক্রান্ত মাছ ধরতে আজ মঙ্গলবার স্থানীয় উৎসুক লোকজন খালের কিনারে মাছ ধরতে নামে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা বলেন, প্রভাবশালীরা রাতে খালে ওষুধ দিয়ে মাছ ধরেছে। বিষক্রিয়ায় দেশীয় নানা জাতের মাছ মরে ভেসে উঠেছে ।

খালের পানি ছেড়ে দেওয়ায় পুটিখালী ও বলইবুনিয়া ইউনিয়নের শতশত বিঘা জমির আমন ধানেরও বড় ধরণের ক্ষতির আশঙ্কা করেছেন স্হানীয় কৃষকরা।

পুটিখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক শিকদার খলিলুর রহমান বলেন, এ বিষয়ে প্রশাসনের তরফ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, খালের পানি ছেড়ে বিষপ্রয়োগ করে মাছ ধরার ঘটনা শুনেছি। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর