ইন্দুরকানীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আপডেট: December 2, 2024 |
inbound1811775292844412114
print news

মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী উপজলা প্রতিনিধি: পিরোজপুর জেলার  ইন্দুরকানী উপজেলায়  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪/২৫ অর্থবছরে (এডিবি) বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায়।

ইন্দুরকানী  উপজেলার বালিপাড়া গ্রামে ২৯ জন বাঙ্গি চাষী ও নয় জন তরমুজ চাষিকে বিনামূল্যে বাঙ্গি ও তরমুজের বীজ, সার প্রদান করা হয়েছে।

জনপ্রতি চাষীকে ৩০ কেজি জৈব সার, ১৫ কেজি ইউরিয়া,১৫ কেজি টিএসপি, ২২ কেজি এমওপি,৫০০ গ্রাম জিংক,৫০০ গ্রাম বোরন সার দেয়া হয়েছে।

এই উপজেলায় প্রথমবার বাঙ্গি ও তরমুজ চাষে সরকারি প্রনোদনা দেয়া হয়। এই উপজেলার বালিপাড়া সহ বি়ভিন্ন অঞ্চলের প্রচুর পরিমান তরমুজ ও বাঙ্গি চাষ হয়। প্রতি বছর এখানকার উৎপাদিত তরমুজ ও বাঙ্গি ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।

এই প্রণোদনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশ্রাফুল আলম, বিশেয অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর ১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী জন নেতা মাসুদ সাঈদী, আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ সেলিম, ইন্দু রকানী  উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মাদ আলীর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দু রকানী উপজেলা বিএনপির  আহবায়ক মোঃফরিদ হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা আমির মাওলানা আলী হোসাইন,সহ বালিপাড়া ইউনিয়নের বাঙ্গি ও তরমুজ চাষিগন।

Share Now

এই বিভাগের আরও খবর