উত্তরবঙ্গের সর্ববৃহৎ ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট: December 2, 2024 |
inbound2224459808860819047
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: উত্তরবঙ্গের সর্ববৃহৎ ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) রাত ৯ টায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের ২০০ গজ পুর্ব পাশে মেলা অফিস প্রাঙ্গণে মাসব্যাপি ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, ঠাকরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন আলিফ, ওসি আরশেদুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হেলাল উদ্দিন, নেকমরদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, নেকমরদ ইউনিয়ন বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক,মেলা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন ও হাট ইজারাদার মো: রাজিব প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে মেলা কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতা, ব্যবসায়ি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে ঐতিহাসিক এ মেলা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সফিউল ইসলাম বিপ্লব।

উল্লেখ্য যে, ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছ থেকে ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলা এক মাসের অনুমতি পেয়েছে বলে মেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর