বগুড়ায় দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আপডেট: December 7, 2024 |
inbound8195277015575612120
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।

০৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টার দিকে বগুড়া জেলা শহরের ঠনঠনিয়া এলাকায় মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে এই মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

inbound6675428890952064788

বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে ১০ দিনব্যাপী এই উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

বিসিক জেলা কার্যালয়ের ব্যবস্হাপনা পরিচালক এ কে এম মাহফুজার রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিসিক পরিচালক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাইরুল ইসলাম, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সহ-সভাপতি কবীর আহম্মেদ।

বক্তব্য শেষে মেলার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। এসময় অতিথিরা মেলায় অংশ গ্রহণকারী উদ্যোক্তা ও কারুশিল্পদের খোঁজ-খবর নেন এনং তাদের সঙ্গে মতবিনিময় করেন। মেলায় সর্বমোট ৭৫টি স্টল রয়েছে।

এছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডার ও খাবারের দোকান রয়েছে। এই মেলায় প্রবেশের জন্য কোনো টিকিট করতে হবে না ক্রেতাদের। মেলাটি ০৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট ১০ দিন চলবে।

Share Now

এই বিভাগের আরও খবর