ঘন কুয়াশা: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট: December 14, 2024 |
inbound1008132326016178801
print news

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে মধ্যরাত থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ১১টা ২০মিনিট থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নরসিংহপুর ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড ঘনকুয়াশার দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত ১১টা ২০মিনিট থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

প্রতিবছর শীতের সময় ঘন কুয়াশার কারণে নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়। এবার শীতের মৌসুম শুরুর আগেই কুয়াশা পড়তে শুরু করেছে।

ইতোমধ্যে ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুরসহ একাধিক নৌরুটে বেশ কয়েকদিন ফেরি চলাচল বন্ধ ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদী অববাহিকায় কুয়াশা থাকছে।

কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায় এবং ফেরি চলাচল ঝুঁকিপূ্র্ণ হয়ে পড়ছে। ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

Share Now

এই বিভাগের আরও খবর