নানা আয়োজনে বগুড়ায় মহান বিজয় দিবস পালিত

আপডেট: December 17, 2024 |
inbound5049059332366470517
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ যথাযথ মর্যাদায় বগুড়ায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টার সময় বগুড়া শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বগুড়া প্রেস ক্লাব,সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা পেশার মানুষ এ শ্রদ্ধা নিবেদন করেন।

সকলা ৬ টায় প্রথমে জেলা প্রশাসন এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, স্হানীয় সরকারের উপ-পরিচালক মাসুম আলী বেগ,অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম,আব্দুল করিম,আরাফাত হোসেন,সহকারী কমিশনার (ভূমি) সাদমান আরিফ প্রমূখ।

এদিকে,বগুড়া জেলা বিএনপি এ দিনে সকালে মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে শহীদের প্রতি শ্রদ্ধা,জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিতি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপি– বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু,জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রেবেল,শহীদ উন-নবী সামাম প্রমূখ।

একই সময়ে শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের আহবায়ক ওয়াসিকুর রহমান বেচান,সদস্য সচিব শবুর শাহ লোটাস,সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু৷

সাঈদ,সহ-সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌস রহমান প্রমূখ।

Share Now

এই বিভাগের আরও খবর