বগুড়ার শিবগঞ্জে একই রাতে দুই সড়কে ডাকাতি

আপডেট: January 3, 2025 |
inbound7364441011393401455
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সড়ক ও মহাসড়কে একই রাতে দুইস্হানে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে।

০১ জানুয়ারি (বুধবার) দিবাগত রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোকামতলার গনেশপুর পুলিশ বক্সের সামনে এবং পিরব সড়কের লোহার ব্রিজ নামক স্হানের পাশে গাছ কেটে সাংবাদিক ও একমি ওষুধ কোম্পানি দুই কর্মীর হাত- পা বেধে দুটি মোটরসাইকেল,নগদ টাকা ও ৬টি মোবাই ফোন নিয়েছে ডাকাতদল।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মোকামতলা- জয়পুরহাট সড়কের গনেশপুর পুলিশ বক্স সংলগ্ন এলাকায় বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ডাকাতদল রাস্তার পাশে ২টি গাছ কেটে ব্যারিকেট দিয়ে প্রথমে একমি ওষুধ কোম্পানীর তফেজ উদ্দিন, সাইফুল ইসলাম ও সাংবাদিক শফিউল আলম ডিউ কে পার্শ্ববর্তী জমিতে নিয়ে তাদের হাত পা বেধে একমি কোম্পানীর তফেজ উদ্দিন এর মোটরসাইকেল ও সহযোগীর মোবাইল এবং সাংবাদিকের মোবাইল ফোন ডাকাত দল নিয়ে যায়।

এব্যাপারে একমির ঔষধ কোম্পানীর তফেজ উদ্দিন ও সাইফুল ইসলাম বলেন রাতে মোকামতলা থেকে শিবগঞ্জ ফেরার পথে ডাকাতরা গাছ কেটে ব্যারিকেট দিয়ে আমাদের হাত পা বেধে মোটরসাইকেল ও মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।

ডাকাতরা উক্ত সময়ে জয়পুরহাট গামী একটি নাইট কোচ ডাকাতির কবলে পরে । এব্যাপারে সাংবাদিক ডিউ বলেন, আমি শিবগঞ্জ থেকে মোকামতলা যাওয়ার সময় ডাকাতরা উক্ত স্থানে আমার হাত পা বেধে মোবাইল ফোন ও নগদ দেড় হাজার টাকা নিয়ে যায়।

ডাকাতরা মোটরসাইকেল নিলেও তা চালু করতে ব্যর্থ হওয়ায় ফেলে রেখে যায়।

অপরদিকে শিবগঞ্জ পিরব সড়কের লোহার ব্রিজ এলাকায় আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের রেজাউল ইসলাম এর ছেলে আব্দুল্লাহ রাত ১০ টার দিকে বাড়ি ফেরার পথে উক্ত স্থানে পৌছাইলে রাস্তায় ব্যারিকেট দিয়ে আব্দুল্লাহর হিরোসপ্যালেঞ্জার মোটরসাইকেল নিয়ে যায়।

এব্যাপারে আব্দুল্লাহ এর বাবা রেজাউল ইসলাম বলেন, আমার ছেলে বগুড়া থেকে বাড়ি ফেরার পথে উক্ত স্থানে পৌছাইলে ডাকাতদল আমার ছেলের মোটরসাইকেল কেড়ে নিয়ে যায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হান্নার এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, গত ৫ আগষ্টের ঘটনার পর থেকে গনেশপুরের পুলিশ বক্সে রাত্রি পাহাড়ার কোন ব্যবস্থা নেই তবে রাত্রি পাহাড়ার ব্যবস্থা জোড়দার করা হবে।

এব্যাপার একমি ওষুধ কোম্পানির তফেজউদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর