বেক্সিমকো শ্রমিকদের চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট: January 22, 2025 |
inbound8285780414948389811
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি : বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে গাজীপুরের মৌজার মিল এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।

এসময় গণপরিবহন ভাঙচুরের অগ্নিসংযোগের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুর করে আন্দোলনরত শ্রমিকরা।

আজ (২২ জানুয়ারি) দুপুর ৩ টা থেকে শ্রীপুর সানসিটি মাঠে পূর্ব নির্ধারিত সমাবেশ ডাকে শ্রমিকরা।

সমাবেশের এক পর্যায়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকরা চন্দ্র নবীনগর সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ সময় গণমাধ্যম কর্মীরা ছবি তুলতে গেলে গণমাধ্যম কর্মীদের উপর তাড়ানো হয় হামলা। হামলায় দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলাভিশন টিভির চিত্র সাংবাদিক আমির হোসেন রিয়েল ও প্রতিদিনের বাংলাদেশ প্রত্রিকার কালিয়াকৈর প্রতিবেদক আবু সাঈদ,গুরুতর আহত হয়।

এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম মুঠোফোনে গণপরিবহন ভাংচুর ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার বিষয়ে দুঃখ প্রকাশ করেন।

শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবু তালেব জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেছে।

শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর