বিসিবির বিভিন্ন বিভাগে নতুন কমিটি, নতুন দায়িত্ব পেলেন যারা

আপডেট: January 26, 2025 |
inbound3799792304476102958
print news

গত বছরের ৫ আগস্টে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) বড় পরিবর্তন আসে। পরিবর্তনের হাওয়া শুরু হয় বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে বোর্ড সভায় দুটি বিভাগের নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করা হয়েছে। যেখানে দুই বোর্ড পরিচালক নতুন দুটি কমিটির দায়িত্ব পেয়েছেন।

সভা শেষে সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক মাহবুব আনাম এবং ইফতেখার রহমান মিঠু। সেখানে তারা জানিয়েছেন স্ট্যান্ডিং কমিটি এবং কে কোন বিভাগের দায়িত্বে থাকবেন এসব বিষয় নিয়ে।

বিসিবির ক্রিকেট পরিচালনা ও নারী বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। মিডিয়া কমিউনিকেশন কমিটির দায়িত্ব পেয়েছেন আগে থেকেই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের পদ সামলানো ইফতেখার রহমান মিঠু।

কে কোন দায়িত্বে-

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান- নাজমুল আবেদিন ফাহিম। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান- ফাহিম সিনহা। ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান- সাইফুল আলম স্বপন চৌধুরি। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান- ফাহিম সিনহা। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান- আকরাম খান। বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান- সাইফুল আলম স্বপন চৌধুরি। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান- মাহবুব আনাম। ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান- আকরাম খান। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান- ইফতেখার রহমান মিঠু। মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান- ফারুক আহমেদ। মেডিকেল কমিটির চেয়ারম্যান- মঞ্জুরুল আলম। টেন্ডার কমিটির চেয়ারম্যান- মাহবুব আনাম। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান- ইফতেখার রহমান।

এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পরে বিসিবি পরিচালকদের মধ্যে একে একে পদত্যাগ করেছেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, নাঈমুর রহমান দুর্জয়ের মতো প্রভাবশালী পরিচালকরা। এই তালিকায় আছে খালেদ মাহমুদ সুজনের নামটিও।

সাবেক ক্রিকেটার এনায়েত হোসেন সিরাজও পদত্যাগ করেছেন। তার আগে জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর হয়ে বিসিবির পরিচালক হয়েছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। বাকিদের জায়গায় নতুন করে এখনও কেউ পরিচালক হননি।

Share Now

এই বিভাগের আরও খবর