কর্মবিরতি প্রত্যাহার, ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু

আপডেট: January 29, 2025 |
inbound7118158069197038439
print news

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অবশেষে প্রশাসনের আশ্বাসে আন্দোলনের চতুর্থ দিনে কর্মবিরতি স্থগিত করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় ১৬ জেলার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে।

শ্রমিকরা জানান, কর্মবিরতিতে খুলনার কাশিপুর এলাকায় রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। ফলে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪টি জেলায় তেল সরবরাহ ব্যাহত হয়।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. মোশারফ হোসেন বলেন, খুলনার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের আশ্বাসে আমরা সকাল থেকে কর্মবিরতি তুলে নিয়েছি। সকাল থেকে তেল লোড করা শুরু হয়েছে।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৬ জানুয়ারি দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা।

এ কারণে গত তিন দিন ধরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৪ জেলায় পরিবহন বন্ধ থাকে।

Share Now

এই বিভাগের আরও খবর