বগুড়ায় ফেলে যাওয়ার সূত্র ধরে ডাকাতদলের ৭ সদস্য গ্রেফতার

আপডেট: February 2, 2025 |
inbound2206649242639094990
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ডাকাতি সময় ফেলে যাওয়ার জুতার সূত্র ধরে আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে ডাকাতি করার মালামাল উদ্ধার করা হয়।

গত ২৮ জানুয়ারি দিবাগত রাতে বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড় এলাকায় ডাকাতির সময় ফেলে যাওয়া জুতার সূত্র ধরে বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালায়।আভিযানের একপর্যায়ে দুর্ধর্ষ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করে ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

০২ ফেব্রুয়ারি (রোববার) বেলা ১২ টার দিকে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার ভোররাত ৫ টার পর্যন্ত এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশের বেশ কয়েকটি দল।

গ্রেফতার হওয়া দুর্ধর্ষ ৭ ডাকাত হলেন-জয়পুরহাটের আক্কেলপুর উপজেলের আব্দুল্লাহপুর মৃধাপাড়ার মোঃ সুলতান(৪৫), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংহাট এলাকার মোঃমমিনুর রহমান (৩৪),বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেবচন্ডি এলাকার মোঃ মুকুল ইসলাম ওরফে পটল(৪১),আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের মোঃ রাকিব শেখ(২০)ও মোঃ শাকিল শেখ(২৩),কাহালু উপজেলার আড়োলা গ্রামের মোঃ আল-আমিন(১৯) এবং সোনাতলা উপজেলার শিহিপুর বটতলা এলাকার মোঃ লাদেন(২২)।

ডাকাতি কাজের সরঞ্জামের মধ্যে একটি বোল্ট বাটার, একটি এসএস পাইপ, একটি লোহার তৈরি শাবল,একটি বার্মিজ চাকু,এক জোড়া জুতা ও একটি কাপড়ের ব্যাগ (ঘটনাস্থলে ফেলে রেখে যার)।

গ্রেফতারের সময় উদ্ধার হওয়া লুন্ঠিত মালামল সমূহ হলো ৪ আনা ওজনের স্বর্নের ১টি কানের দুল,৬ আনা ওজনের স্বর্নের ১টি চেইন,৮আনা ওজনের স্বর্নের চেইন,৬আনা ওজনের স্বর্নের ১টি ব্রেসলেট,দেড় আনা ওজনের স্বর্নের ২টি আংটি নগট সাড়ে ৩ হাজার টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গত ২৮ জানুয়ারি বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড়ে কামাল হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

সেসময় ওই বাড়ির লোকজনকে বেঁধে রেখে ডাকাত দল উদ্ধার হওয়া লুন্ঠিত মালামাল ও নগদ ৫০ হাজার টাকা লুট করে।এসময় ভুক্তভোগীরা ডাক চিৎকার শুরু করলে ডাকাতেরা ভয়ে পালিয়ে যায়।

এসময় ডাকাতেরা এক জোড়া জুতা ও কাপড়ের ব্যাগ ফেলে যায়।পরে ভুক্তভোগী কামাল হোসেন থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার আরো জানান,ফেলে যাওয়া জুতা ও কাপড়ের ব্যাগের সূত্র ধরে ঘটনার পর থেকে সদর থানা পুলিশ ছায়া তদন্ত শুরু করে।

এর একপর্যায়ে ডাকাডদের সনাক্ত করে পুলিশের একাধিক টিম রোববার ভোররাত ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন স্হানে অভিযান চালানো হয়।এসময় ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত ৭ ডাকাতকে গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার তদন্ত ইন্সপেক্টর একেএম মঈন উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Share Now

এই বিভাগের আরও খবর