ইন্দুরকানীতে গণ অভ্যুথ্যানে আহত যুবককে দোকান উপহার

আপডেট: February 13, 2025 |
inbound8309095645247752494
print news

মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে গণ অভ্যুথ্যানে আহত এক যুবককে “জুলাই ২৪” নামে জমি ও মালামালসহ একটি দোকানঘর উপহার দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান উপস্থিত থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত যুবক সানাউল্লাহ (২০) কে এই দোকানঘর হস্তান্তর করেন।

সানাউল্লাহ উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আব্দুস সালামের পুত্র। সে বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৫ আগষ্ট ঢাকার যাত্রাবাড়ীতে ডান হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। দুই দফার তার হাতে অস্ত্রপাচার সম্পন্ন হলেও এখনো ভালো হয়নি।

পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চাড়াখালী আদর্শ গ্রামের সামনের সড়কের পাশে সানাউল্লাহর নামে একখন্ড জমিদান এবং সেই জমিতে মালামালসহ এই দোকানঘর নির্মান করে দেওয়া হয়।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Share Now

এই বিভাগের আরও খবর