বগুড়ায় বিএনপি নেতা পরিমলের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র দাখিল

আপডেট: February 19, 2025 |
inbound9203356682369625726
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র বিএনপির সাবেক নেতা পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে ১ কোটি ২৫ লাখ ৯৩ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদের অভিযোগপত্র আদালতে দাখিল করেছেন দুর্নীতি দমন কমিশনার(দুূদক) বগুড়ার উপসহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান।

গতকাল (১৭ ফেব্রুয়ারি) সোমবার দুর্নীতি দমন কমিশনার(দুূদক) মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুূদক বগুড়ার উপ-সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান বগুড়ার জ্যেষ্ঠ বিশেষ জজ আলালাতে এই অভিযোগপত্র দাখিল করেন।

বগুড়া দুদক কার্যালয়ের আইনজীবী আবুল কালাম আজাদ জানিয়েছেন, পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে ১ কোটি ২৫ লাখ ৯৩ হাজার টাকার অভিযোগ আনা হয়েছে।

পরিমল চন্দ্র দাস বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

এ বিষয়ে জানতে মঙ্গলবার পরিমল চন্দ্র দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে ২০২২ সালের নভেম্বরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে।

২০২৩ সালে পরিমল চন্দ্র দাসের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুূদক। দুদকের অনুসন্ধানে পরিমল চন্দ্র দাসের ১ কোটি ২৫ লাখ ৯৩ হাজার ৪১৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা পায় দুদক।

দুদকের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজুর রহমান বাদি হয়ে ২০২৩ সালের ১০ ডিসেম্বর দুদক জেলা কার্যালয়ে মামলা করেন।

পরে মামলাটি তদন্তের দায়িত্ব পান দুদকের বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামন।

তিনি গতকাল সোমবার আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করেন।

Share Now

এই বিভাগের আরও খবর