নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের পিঠা মেলা অনুষ্ঠিত

আপডেট: February 18, 2025 |
north south
print news

গ্রাম বাংলার সংস্কৃতির ধারক “পিঠা উৎসব ১৪৩১” এর আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব।

বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যেগে ১৮ই ফেব্রুয়ারি, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজিত হয় “পিঠা উৎসব -১৪৩১”। এই উৎসবের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি জনাব আব্দুল হান্নান চৌধুরী। এই আয়োজনের মাধ্যমে গ্রাম বাংলার সংস্কৃতির ঐতিহ্য পিঠাপুলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।

এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ফ্যাকাল্টি, স্টাফ মেম্বারস এবং অন্যান্য ক্লাবের সদস্যরা পিঠার স্টল স্থাপন করেন। স্টলগুলোতে ছিলো বাংলার বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার বিপুল সমাহার যা সবাই আনন্দের সঙ্গে উপভোগ করে। উৎসবের মূল উদ্দেশ্য ছিলো বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির সংস্কৃতিকে সবার কাছে পৌঁছে দেয়া এবং সেই সঙ্গে সংস্কৃতি সংরক্ষণে সহায়তা করা।

ক্লাবের নির্বাহী বোর্ডের সদস্য, মোহাম্মদ সাফিন আল ওয়ালিদ, হেড অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, বলেন, “আমাদের পিঠা উৎসব শুধু একটি অনুষ্ঠান নয়, বরং আমাদের শিকড়কে ছুঁয়ে দেখার এক উপলক্ষ—যেখানে ঐতিহ্যবাহী পিঠার স্বাদ, প্রাণবন্ত আড্ডা আর একতার আনন্দ আমাদের মনে করিয়ে দেয়, আমরা শুধু শিক্ষার্থী নই, আমরা এক সংস্কৃতির বাহক।”

এই ধরনের উদ্যোগের মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটি শুধু শিক্ষার ক্ষেত্রে নয় বরং সংস্কৃতির প্রসারেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যা প্রশংসনীয় এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা জাগ্রত করে ।

Share Now

এই বিভাগের আরও খবর