জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে শস্য নিরাপত্তার বিমা দাবি প্রদান 

আপডেট: February 26, 2025 |
inbound6251076308572781203
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ শস্য বীমা থাকলে পাশে, ফসল চাষে স্বস্তি আসে এই প্রতিপাদ্য নিয়ে  জয়পুরহাটে ব্র্যাকের শস্যনিরাপত্তা বিমা (মাইক্রোফাইন্যান্স কর্মসূচির) উদ্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে  শস্যনিরাপত্তা বিমা দাবি প্রদান করা  হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলা ব্র্যাক অফিসে এ বিমা দাবি প্রদান করা হয়।

ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান, ব্র্যাক মাইক্রোফিন্যান্স (দাবি) ইন্দ্রজিৎ কুমার পাল, আঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি আলিমুজ্জামান, সানজিদা নাসরিন তুলি, শস্য নিরাপত্তা বিমার ফিল্ড কো অর্ডিনেটর মোঃ রবিউল আউয়াল, এক্সটেনশন অফিসার রাকিবুল ইসলামসহ অত্র অফিসের এলাকা ও শাখা ব্যবস্থাপকগন।

প্রধান অতিথি ব্র্যাকের এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং এই কর্মসূচিটি প্রত্যন্ত অঞ্চলে  সাধারণ কৃষকের কাছে কিভাবে  পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারে গুরুত্বারুপ করেন।

জয়পুরহাট জেলায় ২৫৬০ জন ক্ষতিগ্রস্থ কৃষকের মধ্যে ২৪ লাখ ৩৯ হাজার ২৭১ টাকা। সদর উপজেলায় ১১৪ জন কৃষকের মাঝে ১ লাখ ১৪ হাজার ৯২ টাকা।

Share Now

এই বিভাগের আরও খবর