উপজেলা প্রকৌশলীদের উপর হামলা ও হুমকির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও কর্মবিরতি পালন”

আপডেট: February 26, 2025 |
inbound8959791745460536158
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ উপজেলা প্রকৌশলীদের উপর হামলা ও হুমকির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদের সামনে  জয়পুরহাটে সদর উপজেলা এলজিইডির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার আকবর আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মহিদুল ইসলাম, উপজেলা  সহকারী প্রকৌশলী দৌলতুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য যে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসান এর অফিস কক্ষে তার উপর  সন্ত্রাসী হামলা, ভাংচুর এবং তাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রকৌশলীসহ তার সহকর্মীদের অফিস কক্ষে তালাবদ্ধ করে হয়রানি ও ভয়ভীতি দেখানোর প্রতিবাদে এবং সর্বোপরি বিভিন্ন সময় উপজেলা প্রকৌশলীসহ তাদের অধস্তন সহকর্মীদের উপর বার বার সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং উপজেলা প্রকৌশলীগণের জীবনের নিরাপত্তা প্রদান এবং কর্মক্ষেত্রে সকল স্তরের কর্মচারিগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে   মানববন্ধন এবং অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে।

লিখিত বক্তব্যে  বর্তমান সরকারের কাছে ৭ দফা দাবি  পেশ করেন।

১। কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তার জন্য উপজেলা ও জেলা পর্যায়ে সকল ইঞ্জিনিয়ারিং অফিসে যৌক্তিক সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা।

২। কুষ্টিয়ার মিরপুরের উপজেলা প্রকৌশলীর উপর সন্ত্রাসী হামলার বিচার এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রকৌশলীকে অবরুদ্ধ করে রাখার বিচারের দ্রুত ব্যবস্থা নেয়া।

৩। প্রকৌশলীদের কাজের সমন্বয় ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য “প্রকৌশল মন্ত্রনালয়” নামে প্রকৌশলীদের নিয়ে আলাদা একটি মন্ত্রণালয় গঠন করা।

৪। এলজিইডিসহ অন্যান্য প্রকৌশল দপ্তরকে ক্যাডারভুক্ত করা।

৫। সকল প্রকৌশল অধিদপ্তর ও বিভাগের প্রধান প্রকৌশলীর পদ গ্রেড-১ নিশ্চিত করা।

৬। সকল ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা এবং যৌক্তিক বেতন কাঠামা প্রবর্তন করা।

৭। ইঞ্জিনিয়ারগণ দেশের মেধাবী সমাজ। তাদের মেধাকে দেশের কাজে লাগানোর জন্য যা যা করা দরকার তার সবই করা অর্থাৎ দেশ থেকে মেধা পাচার বন্ধ করা।

Share Now

এই বিভাগের আরও খবর