ই-কমার্স বিভাগে রৌপ্য পুরস্কার পেল মুনতাসির আকিবের বিজ্ঞাপন

আপডেট: February 26, 2025 |
boishakhinews 52
print news

সদ্য অনুষ্ঠিত হয়ে গেল ব্রান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৪। অষ্টম আসরের এই অনুষ্ঠানে ই-কমার্স বিভাগে সেরা ডিজিটাল মার্কেটিং হিসেবে রৌপ্য পুরস্কার পায়
তরুণ নির্মাতা মুনতাসির আকিবের বানানো বিজ্ঞাপন ‘পিবিএস: ব্রিজিং ট্রেডিশন অ্যান্ড টেকনোলজি’ ক্যাম্পেইন।

এবারের আসরে ২৪টি ক্যাটাগরিতে ৭৪টি ক্যাম্পেইনকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা শীর্ষস্থানীয় সংস্থাগুলোর অসাধারণ সৃজনশীলতা এবং কার্যকর ডিজিটাল মার্কেটিং প্রচেষ্টাকে সম্মানিত করেছে। ৫০০ বেশি অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে ফিল্ম ম্যানিয়া নামে একটি অডিও-ভিজ্যুয়াল কোম্পানি প্রতিষ্ঠা করেন মুনতাসির আকিব। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বিজ্ঞাপন নির্মাণ শুরু করেন। বিজ্ঞাপনের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মার্ণ করেছেন তিনি। ২০১৮ সালে তিনি ‘প্রেমিক ১৯৮২’ নামে একটি সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন।

তারপর ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘কাদের আইসক্রিম’নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে এবং লন্ডন ফিল্ম ফেস্টিভালে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে।

Share Now

এই বিভাগের আরও খবর