দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই

আপডেট: January 15, 2026 |
boishakhinews 42
print news

দুই বাংলা জনপ্রিয় চিত্রনায়িকা জয়শ্রী কবির মারা গেছেন। গত ১২ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

জয়শ্রী কবিরের মৃত্যুর সংবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন তার ভাগ্নে জাভেদ মাহমুদ। তিনি বলেন, “আমার মামি জয়শ্রী কবির বিখ্যাত নায়িকা, এককালের ‘মিস ক্যালকাটা’ লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উনি সত্যজিৎ রায়ের সিনেমা ‘প্রতিদ্বন্দ্বী’, আলমগীর কবিরের ‘সীমানা পেরিয়ে’, ‘রুপালি সৈকতে’, ‘সূর্য কন্যায়’ নায়িকা ছিলেন।”

 

জয়শ্রী কবিরের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে জাভেদ মাহমুদ জানিয়েছেন, লন্ডনে অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

 

দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করে আসছিলেন এক সময়ের জনপ্রিয় নায়িকা জয়শ্রী কবির। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে কাজ করতেন। প্রায় এক দশক আগে জয়শ্রী কবির ঢাকায় এসেছিলেন। এরপর আর তাকে বাংলাদেশে দেখা যায়নি।

১৯৫২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন জয়শ্রী। তার পারিবারিক নাম জয়শ্রী রায়। তার বেড়ে ওঠাও সেখানেই। সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা করেছেন। ১৯৬৮ সালে ‘মিস ক্যালকাটা’ বিজয়ী হন জয়শ্রী। ১৯৭০ সালে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের মূল গল্প নিয়ে নির্মিত হয়। ১৯৭৬ সালে মুক্তি পায় ‘অসাধারণ’ সিনেমা। এতে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন জয়শ্রী।

পরবর্তীতে বাংলাদেশের সিনেমায় অভিনয় করেই জনপ্রিয়তা লাভ করেন জয়শ্রী। বাংলাদেশের বিখ্যাত পরিচালক আলমগীর কবিরের বেশ কয়েকটি সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেন। সিনেমাগুলো হলো—‘সীমানা পেরিয়ে’, ‘রুপালী সৈকতে’, ‘সূর্য কন্যা’, ‘মোহনা’।

১৯৭৫ সালে আলমগীর কবিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয়শ্রী কবির। তবে এ বিয়ে খুব বেশি দিন টেকেনি। প্রায় তিন বছরে সংসারে শুরু হয় অশান্তি। সর্বশেষ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এ সংসারে লেনিন সৌরভ কবির নামে একটি পুত্রসন্তান রয়েছে। বিবাহবিচ্ছেদের পর জয়শ্রী প্রথমে পাড়ি জমান কলকাতায়; সেখান থেকে চলে যান লন্ডনে। এরপর থেকে পুত্রকে নিয়ে সেখানেই বসবাস করতেন এই অভিনেত্রী।

Share Now

এই বিভাগের আরও খবর