দ্বিতীয় সন্তানের মা হতে যাওয়ার গুঞ্জনে বুবলীর মৌনতা

আপডেট: January 19, 2026 |
boishakhinews 48
print news

দ্বিতীয় সন্তানের মা হতে যাওয়ার গুঞ্জনে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চিত্রনায়িকা শবনম বুবলী। এ গুঞ্জন ছড়িয়ে পড়তেই শোবিজ অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। এ নিয়ে জবাব দিতে গিয়ে স্পষ্টভাবে ‘হ্যাঁ’ বা ‘না’ বলেননি। বরং এ নিয়ে রহস্যই তৈরি করলেন এই চিত্রনায়িকা।

গত বছরের শেষদিকে ছেলেকে সঙ্গে নিয়ে চিত্রনায়ক ও সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটান বুবলী। দেশে ফেরার পরপরই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয় নানা জল্পনা।

সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক নির্বাচন ও চলাফেরার ভঙ্গি ক্যামেরাবন্দী হওয়ার পর গুঞ্জন নতুন করে আলোচনায় আসে। তবে এতদিন বিষয়টি নিয়ে নীরবতা পালন করেন এই অভিনেত্রী।

বিষয়টি নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন শবনম বুবলী। খুব কৌশলী ভঙ্গিতে পরিস্থিতি সামাল দিয়ে এ অভিনেত্রী বলেন, “ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকবেই, সেটাকে আমি সম্মান করি। সাংবাদিক ভাইয়েরা দর্শকদের প্রতিক্রিয়াই আমাদের কাছে পৌঁছে দেন। তবে ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত। আজ যেহেতু একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেছি, তাই এই আলোচনা আপাতত থাক।”

একই সঙ্গে নিজের নামে ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই অভিনেত্রী। তার ভাষ্য, “অনেক সময় দেখি, আমার বক্তব্য না নিয়েই লেখা হয়-‘বুবলী বলেছেন’। এটা ঠিক নয়। শুটিংয়ের ব্যস্ততায় ফোন ধরা সব সময় সম্ভব হয় না। অন্তত একটি বার্তা আশা করি। উত্তর না দিলে সেটার মানে এই নয় যে, কথা না বলেই আমার নামে বক্তব্য তৈরি করা যাবে।”

এদিকে, কাজের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন শবনম বুবলী। বর্তমানে একাধিক চলচ্চিত্রের শুটিং ও প্রস্তুতিতে রয়েছেন তিনি। আসন্ন রোজার ঈদে তার অভিনীত নতুন চলচ্চিত্র মুক্তির কথা রয়েছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর