আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি : শবনম ফারিয়া

আপডেট: January 14, 2026 |
boishakhinews 37
print news

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অসুস্থ। এক সপ্তাহের বেশি সময় ধরে গলার গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে আক্রান্ত। এ কারণে কথা বলতেও সমস্যায় পড়ছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানান শবনম ফারিয়া। ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিনেত্রী লেখেন, “আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।”

গত ৫ জানুয়ারি থেকেই তার অসুস্থতা শুরু হয়। সেদিনই তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। পরে প্রয়োজনের তাগিদে কথা বলার চেষ্টা করায় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। এ কারণে পূর্বনির্ধারিত কয়েকটি কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

বর্তমান শারীরিক অবস্থার কারণে ফোনকল রিসিভ করতেও পারছেন না শবনম ফারিয়া। বিষয়টি জানিয়ে তিনি লিখেছেন, “অনেক ফোন আসছে, কিন্তু এখন ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।”

অভিনেত্রীর এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ঘরে ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর