ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট: January 14, 2026 |
inbound3687046191432062538
print news

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তাহলে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে ‘অত্যন্ত কঠোর পদক্ষেপ’ নেবে। এদিকে আন্দোলনকারী গোষ্ঠীগুলো বলছে, ইরানের কর্তৃপক্ষ সহিংস দমনপীড়নের মাধ্যমে ২৪০০ জনেরও বেশি সরকারবিরোধী বিক্ষোভকারীকে হত্যা করেছে।

গত সপ্তাহে আটক হওয়া এরফান সোলতানির (২৬) আত্মীয়রা বিবিসি ফার্সিকে জানিয়েছেন, বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা।

ইরানের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও নথিবদ্ধ করা নরওয়েভিত্তিক হেঙ্গাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের এক প্রতিনিধি বিবিসিকে জানিয়েছেন, তারা কোনো মামলার এত দ্রুত নিষ্পত্তি হতে ‘কখনো দেখননি’।

রাস্তায় গাড়ি আগুন জ্বলছে। ছবি: রয়টার্স

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “যদি তারা তাদের ফাঁসিতে ঝুলায় তাহলে আপনারা কিছু দেখতে যাচ্ছেন, তারা যদি এমনটি করে তাহলে আমরা অত্যন্ত কঠোর পদক্ষেপ নেব।”

সোলতানির আত্মীয় বিবিসি ফার্সিকে জানিয়েছেন, ইরানের একটি আদালত ‘অত্যন্ত দ্রুত প্রক্রিয়ায়, মাত্র দুই দিনের মধ্যে’ তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।

এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চলমান বিক্ষোভে নিরাপত্তা কর্মকর্তাসহ ২০০০ জন নিহত হয়েছেন। তবে এর জন্য তিনি ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছেন।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার রাতে (ওয়াশিংটনের স্থানীয় সময়) হোয়াইট হাউজে এক বৈঠকে উপস্থিত থাকার পরিকল্পনা করেছেন। ইরানে বিক্ষোভকারীদের মধ্যে কতোজনের মৃত্যু হয়েছে তার ‘সঠিক সংখ্যা’ পাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

রাস্তায় পড়ে আছে পোড়া বাস। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে,ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও তারা এ পর্যন্ত ২৪০৩ জন বিক্ষোভকারী ও ১২ জন শিশুকে হত্যার বিষয়ে নিশ্চিত হয়েছে। সরকারের সঙ্গে সম্পর্কিত প্রায় ১৫০ জনও নিহত হয়েছেন।

হোয়াইট হাউজে ফেরার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, “হত্যাকাণ্ডটি উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে, তবে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।”

সংখ্যার বিষয়ে নিশ্চিত হতে পারলে ‘সে অনুযায়ী কাজ করা হবে’ বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার এর আগে ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, “এসব হত্যাকাণ্ডের জন্য ইরানের কর্তৃপক্ষকে বড় ধরনের মূল্য চোকাতে হবে।” পাশাপাশি ইরানের জনগণকে ‘বিক্ষোভ অব্যাহত রাখার’ আহ্বান জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর