মারা গেছেন বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা

আপডেট: January 14, 2026 |
inbound7376752332988810254
print news

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা মৃত্যুবরণ করেছেন।

আজ বুধবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

গত সোমবার নিজ কর্মস্থলে মাইগ্রেনজনিত কারণে অসুস্থবোধ করলে তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য ছিলেন। তিনি গত ২০২৫ সালের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে কর্মরত ছিলেন।

তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে জানান, ইউএনও ফেরদৌস আরা সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় যান। সে সময় তিনি মাইগ্রেনের ব্যাথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সকাল ৭টা সময় তিনি মৃত্যুবরণ করেন।

তার পরিবার সূত্র জানায়, ইউএনও ফেরদৌস আরাকে তার শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে। পারিবারিক জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। শোক বার্তায় তিনি বলেন, ইউএনও ফেরদৌস আরার মৃত্যুতে বংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্যবৃন্দ গভীরভাবে মর্মাহত ও শোক প্রকাশ করেন।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ফেরদৌস আরা একজন কর্তব্যপরায়ণ, সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ কর্মকর্তাকে হারিয়েছে। তিনি ইউএনও ফেরদৌস আরার রুহের মাগফেরাত কামনা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর