কুমারখালীতে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আপডেট: January 14, 2026 |
inbound7108362441772607387
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সকল কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময়ের আয়োজন করে উপজেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শামীমা আক্তার, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল প্রমুখ।

সভায় জেলা প্রশাসক মো.ইকবাল হোসেন বলেছেন, সকলেই মানবিক হবেন। ব্যবহারে মানুষের সাথে অত্যন্ত বিনয়ী হতে হবে। হতে হবে।

মানুষ এসে আমাকে দশ কথা বলবে, কারণ সংবিধানের ২১ এর ২ অনুচ্ছেদে আমাকে বলেছে আমরা সচেষ্ঠ থাকব। কিন্তু ঠকে গেলে মানুষের দুই কথা শুনলে আপনাদের জাত যাবে না।

দেখুন আপনার কাজ তো মানুষের জন্যই। আপনারা মানুষের জন্য কাজ করেন। দেখুন আমাদের বেতন তো মানুষের ট্যাক্সের টাকায়। যদি মানুষ এ কথা বলেনা আমাদের। সুতরাং আমাদের মানুষের জন্য কাজ করতে হবে।

তিনি বলেছেন, পৃথিবীর এখনও সর্বশ্রেষ্ঠ সোস্যাল মিডিয়া হলো মসজিদ। কারণ বিদ্যুতের অভাবে ফেসবুক বন্ধ হয়ে যায়, টাকা না দিলে মাইকিং হয় না।

কিন্তু মসজিদে শুক্রবার অন্তত সবাই আসে, সেজন্য মসজিদে ইমামদের বলা হয়েছিল গণভোটের প্রচার করতে। তারা সেটা করেছে।

আপনি কি চান আপনার সন্তান একটা সঠিক কাজ করতে গিয়ে গুন্ডার হাতে পড়ুক? আমার বিশ্বাস তত্তাবধায়ক সরকার আমরা সকলেই চাই। তাহলে গণভোটে আমরা সবাই হ্যাঁ বলি।

তিনি আরও বলেছেন, আগামী নির্বাচনের আগেই ওসি সাহেবকে অস্ত্র উদ্ধারে তৎপর হতে বলেছি।

আচরণবিধি প্রতিপালনে প্রশাসন কাজ করছে। কয়েক জায়গাতে জরিমানাও করা হয়েছে। আপনরা বুঝতেই পারছেন ধীরেধীরে আইনশৃঙ্খলায় আমরা কঠোর হতে যাচ্ছি।

Share Now

এই বিভাগের আরও খবর