১৭ জানুয়ারি জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে চলছে নাটকীয়তা। নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ।
যে কারণে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে চিঠি দিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের মতো বাংলাদেশও বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলংকায় গিয়ে খেলতে চায়।
তবে বড়দের বিশ্বকাপ নিয়ে জটিলতা না কাটলেও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের বিশ্বকাপ নিয়ে নেই কোনো জটিলতা।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে শুরু হবে যুবাদের বিশ্বকাপ। যুব বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়া।
১৭ জানুয়ারি দুপুর দেড়টায় জিম্বাবুয়ের বুলাওয়ে স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
২০ জানুয়ারি জিম্বাবুয়ের বুলাওয়ে স্টেডিয়ামে দুপুর দেড়টায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
২৩ জানুয়ারি হারারে স্টেডিয়ামে দুপুর দেড়টায় গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।



















