দম সিনেমার নিশো ও পূজার ২৪ সেকেন্ডের শুটিং ভাইরাল

আপডেট: January 14, 2026 |
boishakhinews 38
print news

প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। তাদের অভিনীত রেদওয়ান রনি পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দম’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। সিনেমাটিতে নিশোর বিপরীতে দেখা যাবে পূজা চেরিকে। এরই মধ্যে তাদের ২৪ সেকেন্ডের একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে ধারণ করা একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফাঁস হওয়া ওই ভিডিওতে আফরান নিশো ও পূজা চেরিকে একসঙ্গে শট দিতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হতেই নেটদুনিয়ায় শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।

শুটিং চলাকালে লোকেশনে বিপুল সংখ্যক উৎসুক দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো। ধারণ করা সেই দৃশ্য বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠেছে প্রযোজনা টিমের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা নিয়ে। অনেকেই জানতে চাইছেন, সিনেমার এমন সেনসিটিভ দৃশ্য কীভাবে বাইরে এলো।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের প্রতিক্রিয়াও ভিন্ন ভিন্ন। একজন লিখেছেন, “এ ধরনের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া অপেশাদারিত্বের পরিচয়। এতে মিডিয়ার দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন ওঠে।” অন্যজন মন্তব্য করেন, “এসব অনেক সময় টিম থেকেই লিক করা হয় নিজেদের স্বার্থে।”

তবে ভিন্নমতও আছে। কেউ লিখেছেন, “এগুলোও প্রচারণার অংশ।” আরেক নেটিজেনের ভাষ্য, “এটা রনির পরিকল্পিত প্রমোশন স্ট্র্যাটেজি।”

সমালোচনা বা বিতর্ক যাই থাকুক, ‘দম’ সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ যে ক্রমেই বাড়ছে, তা বলাই বাহুল্য। টানটান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর এই সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে আফরান নিশো ও পূজা চেরির নতুন রসায়ন। পাশাপাশি চঞ্চল চৌধুরীর উপস্থিতি সিনেমাটির প্রত্যাশাকে আরো বাড়িয়ে দিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর