হ্যাটটিক করে সেই স্বপ্মই আজ পূরন করলেন রিপন

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: বিপিএলের শুরু থেকেই মুগ্ধতা ছড়াচ্ছেন রিপন মণ্ডল। শুধু মুগ্ধতাই ছড়াচ্ছেন না, কাজের কাজটা করছেন এই পেসার।
উইকেটের খেলায় শিকার ধরে থলও ভরাচ্ছেন। বৈচিত্র্যময় বোলিংয়ে একের পর এক উইকেট নিয়ে মুখের হাসি চওড়া করছেন রাজশাহীর পেসার।
আজকের হাসি আগের সবকিছুকে ছাড়িয়ে গেছে। যাওয়াটাই স্বাভাবিক। সিলেটে যে আজ বিশেষ মুহূর্তের জন্ম দিয়েছেন রিপন। একজন বোলারের কাছে যা স্বপ্ন।
হ্যাটট্রিক করে সেই স্বপ্নই আজ পূরণ করলেন ২২ বছর বয়সী পেসার।
হ্যাটট্রিকটাও পেলেন দারুণ এক সময়ে। যেন ‘ক্রিকেট বিধাতা’ সময়টা আগে ঠিক করে রেখেছিলেন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আগের তিন ওভারে পেলেন না কোনো উইকেট।
কিন্তু শেষ ওভারে এসে পেলেন হ্যাটট্রিকের দেখা। সেটিও আবার ইনিংসের শেষ তিন বলে। সিলেটের শেষ পর্ব যেন তারই অপেক্ষায় ছিল।
শিকার শুরু করলেন সাব্বির রহমানকে দিয়ে। ক্যাচটা ধরলেন তানজিদ হাসান তামিম।
ফিরতি বলে জিমি নিশামের হাতে জিয়াউর রহমানকে ক্যাচ দিতে বাধ্য করেন রিপন। আর শেষটা টানলেন তাইজুল ইসলামের স্টাম্প ভেঙে। তাতে বিপিএলের দশম বোলার হিসেবে হ্যাটট্রিক পেলেন তিনি। হ্যাটট্রিকের সংখ্যা ধরলে ১১তম।
বিপিএলে একমাত্র বোলার হিসেবে দুটি হ্যাটট্রিক আছে মৃত্যুঞ্জয় চৌধুরীর। ২০২২ বিপিএলে নিজের প্রথম হ্যাটট্রিক পাওয়া বাঁহাতি পেসার এবারের টুর্নামেন্টেও পেয়েছেন।
নোয়াখালীর বিপক্ষে বিপিএলের সর্বশেষ হ্যাটট্রিকটাই তার। রিপন-মৃত্যুঞ্জয়ের আগে এবারের বিপিএলে প্রথম হ্যাটট্রিক করেন মেহেদী হাসান রানা।
সিলেট টাইটানসের বিপক্ষে এই কীর্তি গড়েন নোয়াখালী এক্সপ্রেসের বাঁহাতি পেসার।
রিপনের আগে আজ হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন ম্যাচে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়া আব্দুল গাফফার সাকলাইন।
সপ্তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে উসমান খান ও সাইফ হাসানকে ফিরিয়েছিলেন তিনি। তবে নতুন ব্যাটার মোহাম্মদ মিঠুনকে শিকার করতে পারেননি তিনি। সাকলাইন না পারলে শেষে তার সতীর্থ রিপন ঠিকই পেরেছেন।
শুধু আজকেই নয়, এখন পর্যন্ত বিপিএলে ৬ ম্যাচ খেলে প্রতিটিতেই কমপক্ষে একটি করে উইকেট নিয়েছেন রিপন।
১৩ উইকেট নিয়ে চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলামের সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন তিনি। বিপরীতে ১৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন নোয়াখালীর পেসার হাসান মাহমুদ।
সাকলাইন-রিপনের দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্যটাও হাতের নাগালে পেয়েছে রাজশাহী। প্রতিপক্ষ ঢাকাকে ১৩১ রানে অলআউট করেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। ঢাকার হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন পাকিস্তানের ব্যাটার উসমান।



















