বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

আপডেট: January 13, 2026 |
inbound7600160509738511791
print news

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর—ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় পৌঁছাচ্ছে। তবে ট্রফিটি সবার জন্য উন্মুক্তভাবে প্রদর্শিত হবে না।

কোকা–কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশ নিয়ে নির্বাচিত ব্যক্তিরাই সরাসরি ট্রফি দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন।

জানা গেছে, এই বিশেষ ক্যাম্পেইনটি শেষ হয়েছে ৮ জানুয়ারি। অংশগ্রহণকারীদের নির্দিষ্ট প্রোমোশনাল বোতল কিনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ফিফা–থিমভিত্তিক কুইজে অংশ নিতে হয়। সেখান থেকে নির্বাচিত বিজয়ীরা পেয়েছেন এক্সক্লুসিভ পাস, যার মাধ্যমেই ট্রফি দেখার সুযোগ মিলবে।

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকাকোলার ষষ্ঠ আসর শুরু হয়েছে সম্প্রতি সৌদি আরবের রিয়াদে। এই বৈশ্বিক সফরের উদ্বোধন করেন ইতালির কিংবদন্তি ফুটবলার ও ২০০৬ বিশ্বকাপজয়ী দেল পিয়েরো। উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রিয়াদ পর্বে দেল পিয়েরো শিশুদের নিয়ে একটি ফুটবল ক্লিনিকে অংশ নেন এবং দিনশেষে সাধারণ দর্শকদের জন্য একটি পাবলিক ফ্যান ইভেন্টের আয়োজন করা হয়। সেখান থেকেই ট্রফিটি বিশ্বের বিভিন্ন দেশে যাত্রা শুরু করেছে।

এই ট্যুরে ট্রফিটি ৩০টি ফিফা সদস্য দেশের মোট ৭৫টি স্থানে প্রদর্শিত হবে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময়। এরই ধারাবাহিকতায় ঢাকায় ট্রফির আগমন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবে। ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ট্রফি ট্যুরে ভবিষ্যতের বিশ্বকাপ ও নারী বিশ্বকাপ আয়োজক দেশগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

কোকা–কোলার ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে জানিয়েছেন, ফুটবল মানুষের মধ্যে সংযোগ তৈরি করে এবং দুই দশকের বেশি সময় ধরে এই ট্রফি ট্যুর বিশ্বজুড়ে সেই উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাইওর মতে, বিশ্বকাপ ট্রফি খেলাধুলার সর্বোচ্চ সম্মানের প্রতীক—আর ঢাকায় এর প্রদর্শনী দেশের ফুটবলভক্তদের জন্য হবে স্মরণীয় এক অভিজ্ঞতা।

Share Now

এই বিভাগের আরও খবর