জেনে নিন মঙ্গলবারের রাশিফল

দিনের শুরুতেই যারা একটু ধারণা নিয়ে রাখতে চান কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি, এক পলকেই পড়ে নিতে পারেন রাশিফল। জীবন, জীবিকা, সম্পর্ক, লেনদেনসহ যাবতীয় কিছুর পূর্বাভাস পেয়ে অনেকটা এগিয়ে থাকতে পারেন অন্যদের তুলনায়। ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার। ভাগ্যের সঙ্গে বাস্তবতার সংমিশ্রণে আপনার সঙ্গে কী ঘটতে যাচ্ছে চলুন দেখে নেয়া যাক।
মেষ: চাকরিজীবীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশীর্বাদে উচ্চপদ লাভ করবেন। আর্থিক পরিস্থিতি সাধারণ থাকবে। তা সত্ত্বেও নিজের দৈনিক ব্যয় মেটাতে সক্ষম হবেন। মেজাজ খিটখিটে হতে পারে। এ কারণে পরিবারের সদস্যদের কিছু কটূ কথা বলতে পারেন। কিন্তু এমন পরিস্থিতি যাতে তৈরি না হয়, তা লক্ষ্য রাখতে হবে। মামাবাড়ির পক্ষ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
বৃষ: অর্থ ও সুখ বৃদ্ধি পাবে। কোনো বরিষ্ঠ ব্যক্তির সাহায্যে ধন লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে আনন্দ থাকবে। তবে পারিবারিক কলহ পুনরায় মাথাচাড়া দিতে পারে। ফলে চিন্তিত থাকবেন। ছাত্রছাত্রীরা নতুন জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করবেন। ভবিষ্যতে এর দ্বারা লাভবান হবেন।
মিথুন: জীবনসঙ্গীর সঙ্গে বিচারধারার মতভেদ হতে পারে। ফলে সম্পর্কে তিক্ততা দেখা দিতে পারে। তবে কোনো বরিষ্ঠ সদস্যের সাহায্যে সন্ধ্যার মধ্যে পরিস্থিতি সাধারণ হবে। প্রয়োজনীয়তা পূরণে কিছু অর্থ ব্যয় করতে পারেন। নতুন পোশাক, মোবাইল, ল্যাপটপ কিনতে পারেন। ছাত্রছাত্রীরা কোনো পরীক্ষার আবেদন করে থাকলে, ফল ঘোষণা হতে পারে।
কর্কট: পরিবার বা অফিস থেকে কোনো উপহার পেতে পারেন। প্রেম বিবাহ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল। সন্তানকে বিদেশে পড়াশোনার জন্য পাঠাতে চাইলে, আজ তার আবেদন করতে পারেন। পুরনো লগ্নি থেকে লাভ অর্জন করবেন। সম্পত্তি বৃদ্ধি হবে।
সিংহ: শুভ আয়োজন করতে পারেন। ফলে ব্যস্ত থাকবেন। ব্যবসায়ে বহু দিন ধরে আটকে থাকা টাকা হঠাৎই পেয়ে যেতে পারেন। ফলে মনোবল বাড়বে। পরিবারের সদস্যদের ভরণপোষণ করতে সফল হবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে।
কন্যা: আনন্দিত ও গৌরবান্বিত থাকবেন। ব্যবসায়ে কাঙ্ক্ষিত লাভ অর্জন করতে পারবেন। তবে আপনার উন্নতি দেখে শত্রু ঈর্ষান্বিত হবে। ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। আচরণ নিয়ন্ত্রণে রাখুন। সন্ধ্যার দিকে পুরনো সম্পত্তি থেকে লাভ হতে পারে। ভাইবোনের যত্ন নেবেন ও তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন।
তুলা: চাকরিজীবীরা ইচ্ছার বিপরীত কাজ পাবেন। নিজের বৃদ্ধিপ্রাপ্ত ব্যয়ের কারণে চিন্তিত থাকবেন। ফলে হতাশ থাকবেন। পৈতৃক সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। সন্তানের কাজ প্রশংসিত হবে। বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন।
বৃশ্চিক: রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে আজকের দিনটি ভালো, নতুন সুযোগ পাবেন। আজ কাজ বাড়বে। সন্তানের পক্ষ থেকে সুসংবাদ পাবেন। কোনো কাজে জীবনসঙ্গীর পরামর্শ নিলে তাতে সফল হবেন। বহু দিন ধরে আটকে থাকা টাকা কোনো ব্যক্তির সাহায্যে ফিরে পেতে পারেন।
ধনু: যারা বিদেশ থেকে শিক্ষা লাভ করছেন, তারা সুসংবাদ পাবেন। সম্পত্তি সংক্রান্ত বিবাদ চললে, আপাতত শান্ত থাকুন। সন্ধ্যা থেকে রাতের মধ্যে আকস্মিক যাত্রায় যেতে পারেন। ভাইদের সঙ্গে বিচারধারার মতভেদ চললে তা সমাপ্ত হতে পারে।
মকর: দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করতে হবে। এই কাজ সম্পন্ন করার প্রস্তুতি থাকবে এবং এতে সফল হবেন। সন্ধ্যার দিকে ক্লান্তি, মাথাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। চাকরিতে বরিষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা লাভ করবেন। ফলে শত্রুরাও চিন্তিত হবেন।
কুম্ভ: কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন। তা সম্পন্ন করতে ব্যস্ত থাকবেন। পদ ও প্রতিষ্ঠা লাভ করবেন। কারও ওপর ভরসা করতে পারবেন না। বাড়ি ও অফিসে রাগ করবেন না। এমন পরিস্থিতিতে শান্ত থাকাই ভালো। পারিবারিক ব্যবসায়ে ভাইদের সহযোগিতা লাভ করবেন।
মীন: ধর্মীয় কাজে বিশ্বাস বাড়বে। ফলে মানসিক শান্তি অনুভব করবেন। ছাত্রছাত্রীরা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। সন্ধ্যার দিকে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। বন্ধু বা আত্মীয় আপনার বাড়ি আসতে পারেন। এতে কিছু অর্থ ব্যয় হবে। কর্মক্ষেত্রে প্রসিদ্ধি বাড়বে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। আজ ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।





















