চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল

আপডেট: March 1, 2025 |
inbound4298640177794115214
print news

চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্টের চলতি আসরের একটি ম্যাচ জিততে না পারলেও বৃষ্টির কল্যাণে এক পয়েন্ট নিয়ে ফিরল দলটি।

শুক্রবার রাত ১১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে টাইগাররা।

দেশে ফিরে অবশ্য খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। তারা খেলবেন আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। এর আগে ভারতের বিপক্ষে বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল বাংলাদেশ।

যেখানে টপ অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি। সেই পুঁজি নিয়েও ভালোই লড়েছিলেন বোলাররা। পরের ম্যাচের গল্পটাও খানিকটা একই। ব্যাটারদের ব্যর্থতায় আড়াইশ রানও স্কোরবোর্ডে জমা করতে পারেনি বাংলাদেশ।

এর আগে, দুবাইয়ে ভারতের কাছে ৬ উইকেটের হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করে বাংলাদেশ। আসরে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়তে পারেনি টাইগাররা।

৫ উইকেটের পরাজয়ে বিদায় নিশ্চিত হয় আসর থেকে। পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার শেষ ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে ১ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে আসর শেষ করে টাইগাররা।

উল্লেখ্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো নাজমুল শান্ত’র দল।

Share Now

এই বিভাগের আরও খবর