রমজান মাস শুরু

আপডেট: March 2, 2025 |
inbound4700401607171068065
print news

বাংলাদেশের আকাশে শনিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।

ফলে আজ রোববার (২ মার্চ) থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে উপরোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

তাই শনিবার থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তারাবি নামাজ। রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতেই মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বড়দের পাশাপাশি এ নামাজে অংশ নিয়েছে শিশুরাও।

এদিকে, মালয়েশিয়া ও ব্রুনাইতেও আজ রোববার থেকে পবিত্র রোজা শুরু হয়েছে।

আজ ২ মার্চ প্রথম রমজান, তাই ২৭ মার্চ দিবাগত রাতে আমাদের দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। এই রাতটি হাজার মাসের চেয়েও উত্তম।

Share Now

এই বিভাগের আরও খবর