বগুড়ায় দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডীহায় মেসার্স এইচ এম বি ব্রিকস এবং মেসার্স ইসমাম ব্রাদার্স নামের দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।একই সাথে তাদের ১০ (দশ) হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে ওই দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান দুটি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ এং প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলার পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন।
এসময় পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ, বাংলাদেশ সেনা বাহিনীর বগুড়া সদর ক্যাম্পের সদস্য, বগুড়া জেলা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলার পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন বলেন,শিবগঞ্জ উপজেলার চন্ডীহারা এলাকায় মেসার্স এইচ এম বি ব্রিকস এবং মেসার্স ইসলাম ব্রাদার্স নামক দুটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটা দুটিকে ইট প্রস্তুত ও ভাটা স্হাপন নিয়ন্ত্রণ আইন ২০১৯ অনুযায়ী ৫ (পাঁচ) হাজার করে মোট ১০(দশ) হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এছাড়া ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের ও পোড়া ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও ডিপসামের ইট তৈরির নির্দেশ প্রদান করা হয়।