সুন্দর আমার ছোট্ট গাঁ

আপডেট: March 13, 2025 |
Screenshot 2025 0313 165813
print news

যেখানে শীতে, রৌদ্রে মেতে, মায়ের হাতের পিঠা
খেজুর রসের ভাপা পুলি, চুই, চিতই, পাটিসাপটা
আহা গরম ধুপি, কুলসি, নকশী, ম্যারা পিঠা,
মুগ পাকন, ঝাল পুলি, পাতারিকা যা মিঠা
সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছোট্ট গা।

যেখানে মেটো রাস্তার পাশ দিয়ে ফসলের মাঠ
বিলের পানিতে মেছো বক মিলে হাঁসের ঝাঁক।
যেখানে আকাশের সীমাহীন নীলিমায়
মুক্ত স্বাধীন বলাকার দল উড্ডীয়মান,
সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছোট্ট গাঁ।

যেখানে বাড়ীর ধারের অম্লশাখায় দোয়েল নাচে
ঘোরে ফেরে দাঁড় কাকেরা ঘরের কোণে,
যেখানে জোলার ধারের হিজল তলে রাখাল বালক,
দিন দুপুরে শীতল ছায়ে হল্লা করে
সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছোট্ট গাঁ।

যেখানে দিঘির জলে লাল ফুলেরা মুচকি তাকায়
বাঁশ বাগানের পাতায় পাতায় পাখিরা গায়
যেখানে সবুজ ঘাসের ডগায় ডগায় রোদের ঝিলিক
ঝিলিক তোলে রোদ ঝলোমল কলমি লতা
সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছোট্ট গাঁ।

যেখানে পাগল করা গন্ধ বিলায় কদম সুখে
ডুমুর কুড়ায় বালক দলে মনের সুখে
যেখানে বনের ধারে জাম খেয়ে সব জিভ রাঙায়
ছেলে মেয়ে নেই ভেদাভেদ এমন দেখায়
সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছ্ট্টো গাঁ।

যেখানে নাটা বনে বেজীর বাসা কোক্ পাখিটা
ঢেপই পাকে গ্রীষ্মকালে ঢেপই বনে
বেতল ফলের সবুজ ঝোপায় সুখের স্বপ্ন।
নানী দাদীরা জিয়ন কাঠির গল্প শুনায়।
সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছোট্ট গাঁ।

যেখানে ঘুম তাড়াতে, স্বপ্নলোকে চাঁদের হাসি জাগে
সকাল সাঁঝে মনের মাঝে সেই সে বাঁশি বাজে
যেখানে জড়িয়ে থাকা অতীত আমার প্রাণের কথা বলে,
হারিয়ে যাওয়া ছোট্ট বেলার মিষ্টি ছবি আঁকে
সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছ্ট্টো গাঁ ॥

লেখক: সৈয়দা রাশিদা বারী

Share Now

এই বিভাগের আরও খবর