বনানীতে বাস উল্টে আহত ০৭

আপডেট: March 28, 2025 |
inbound1760465611622209674
print news

রাজধানীর বনানীতে গার্মেন্টস শ্রমিকদের আনা নেয়া করা পরিস্থান পরিবহনের একটি বাস উল্টে সাত নারীশ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার (২৮ মার্চ) ভোরে নেভি হেডকোয়ারটার ও আর্মি স্টেডিয়ামের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের প্রথমে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ৯টার দিকে ঢামেকের জরুরি বিভাগে নেয়া হয়।

আহতেরা হলেন—রাশেদা বেগম (২৮), মাইনোর খাতুন (৩৫), লাকি আক্তার (৩৫), পারভিন (৩৪), নিলুফা ইয়াসমিন (৩০), হুসনেআরা (৩৫) ও রাশেদা আক্তার (৩১)। আহতেরা সকলেই অ্যাপারেল লিমিটেড গার্মেন্টস শ্রমিক।

গার্মেন্টেসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ফয়সাল আহমেদ ঢামেকে সাংবাদিকদের বলেন, ‘আজ সকালে আমাদের একটি স্টাফবাসে অন্তত ৩০ জন নারী শ্রমিক পূর্বাচলের কালিগঞ্জ নগর ইউনিয়নের গার্মেন্টসে কাজে যোগ দিতে যাচ্ছিলেন।

পরে সকাল সাড়ে ৬টার দিকে নেভি হেডকোয়ারটার ও আর্মি স্টেডিয়ামের মাঝামাঝি স্থানে আমাদের স্টাফ বাসটি ইউটার্ন নেয়ার সময় উল্টে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানেও বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছে আবার কয়েকজনকে ছেড়ে দেয়া হয়েছে। এদের মধ্যে সাতজন বেশি আহত হয়। তাঁদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।’

ফয়সাল আহমেদ বলেন, ‘আহতদের মধ্যে অনেকের হাত, পা ও মাথায় আঘাত লেগেছে। ঢামেক থেকে একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আজ সকালের দিকে অ্যাপারেল গার্মেন্টসের সাত নারী শ্রমিককে আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বর্তমানে জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। এদের মধ্যে অনেকে হাত ও পায়ে আঘাত পেয়েছে এবং মাথা ফেটে গেছে। তাঁদের একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।’

Share Now

এই বিভাগের আরও খবর