ইউনূসের সঙ্গে আলোচনায় গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান মোদির

আপডেট: April 4, 2025 |
inbound3090417836400570953
print news

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ‘গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার’ আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ঢাকার সাথে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছে নয়াদ্দিল্লি।

শুক্রবার (৪ মার্চ) ৪০ মিনিট ধরে চলা বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ কথা জানান বলে খবর দ্য হিন্দুর।

প্রতিবেদনে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আলোচনায় নরেন্দ্র মোদির আহ্বান, ‘গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলুন।’

দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে, নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রি আরও বলেন, ‘মোদি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, ভারত দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে এবং দীর্ঘ সময় ধরে দুই দেশের মধ্যে সহযোগিতার কথা তুলে ধরে, যা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে।’

মিশ্রি বলেন, ‘এই চেতনায়, তিনি (মোদি) বাস্তববাদী মনোভাবের ভিত্তিতে বাংলাদেশের সাথে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ভারতের আকাঙ্ক্ষার ওপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী মদি আরও বলেন, পরিবেশ দূষণকারী যে কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো।’

প্রতিবেদন অনুসারে, সীমান্ত নিরাপত্তাও আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। যেখানে মোদি অবৈধ পারাপার রোধে আইনের কঠোর প্রয়োগের গুরুত্বের ওপর জোর দেন। সেই সঙ্গে বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘু সংশ্লিষ্ট বিষয়াদি উত্থাপন করেছেন মোদি।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দুই দেশের সরকারপ্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বণ্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর