হরিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

আপডেট: April 11, 2025 |
inbound1253436520444224072
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

১১ এপ্রিল (শুক্রবার) দুপুরে হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের আটঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আটঘরিয়া কিশমতপাড়া গ্রামে বিবাদমান জমিজমা সংক্রান্ত বিনয়কে কেন্দ্র করে মাহাতাব ও আব্দুস সালাম পক্ষের মধ্যে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ বাধে।

এতে দুপক্ষের কমপক্ষে ২০ থেকে ২৫ জন আহত হন। আহতরা ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

সংঘর্ষ চলাকালে দুপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া বলেন, খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, দুপক্ষের লোকজন আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে।

যে কোনো সময় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা রয়েছে। সে কারনে জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে গেদুড়া কিশমতপাড়া এলাকা ও আটঘরিয়া বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর