রাজধানীতে ‘মার্চ ফর গাজায়’ বিনামূল্যে মিলছে পানি-শরবত

আপডেট: April 12, 2025 |
inbound994494879945813959
print news

ফিলিস্তিনের নিরীহ জনগণের পক্ষে ডাকা ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হচ্ছেন অসংখ্য মানুষ। তীব্র গরমের মধ্যে সমাবেশে আসা লোকজনকে স্বস্তি দিতে বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করছে বিভিন্ন দাতব্য সংস্থা।

সমাবেশস্থল ঘুরে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখের পাশেই ট্রাকে করে পানি ও শরবত বিলানো হচ্ছে। মাইকে করে সবাইকে শরবত পান করার জন্য ডাকা হচ্ছে। তীব্র গরমে স্বস্তি পেতে অনেকেই শরবত পান করছেন।

ট্রাকে করে পানি ও শরবত বিতরণে আগত এক কর্মী বলেন, সমাবেশে আগত মানুষদের একটু স্বস্তি দিতেই এ আয়োজন। তাছাড়া আমরা চাই সবাই ইসরায়েলি পণ্য বয়কট করুক।

উল্লেখ্য, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ শনিবার (১২ এপ্রিল) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকেল ৩টায় এই গণজমায়েত শুরু হওয়ার কথা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর