মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশে প্রথমবারের মত সরকারি পৃষ্ঠপোষকতায় চৈত্রসংক্রান্তি উদযাপন করা হচ্ছে।

আপডেট: April 13, 2025 |
inbound420351035561677670
print news

মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশে প্রথমবারের মত সরকারি পৃষ্ঠপোষকতায় চৈত্রসংক্রান্তি উদযাপন করা হচ্ছে।

রোববার (১৩ এপ্রিল) শিল্পকলায় চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানে একথা বলেন তিনি।

বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে এবং চৈত্র মাসের শেষ দিনটিকে উদযাপন করতে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলার উৎসব ১৪৩২: চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন’। অনুষ্ঠানে আগত অতিথিরা বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন।

শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে দুই দিনব্যাপী চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বাউল গান এবং ঐতিহ্যবাহী বাংলা গান পরিবেশিত হয়। আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার।

মেলায় বিভিন্ন হস্তশিল্পের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির বীজ ও মুখরোচক বাঙালি খাবারের আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক ও বাউল সাধকেরা আবহমান বাংলার কৃষি ও কৃষককে উপজীব্য করে লেখা গান পরিবেশন করেন। বলেন চৈত্র সংক্রান্তির মাধ্যমে সকল জরা বেদনা ও অন্ধকার পেছনে ফেলে এগিয়ে যেতে চান নতুন দিনের পথে।

অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, বাংলা সংস্কৃতিকে বুঝতে হলে ফিরে তাকাতে হবে গ্রাম বাংলার দিকে।

উপদেষ্টা আরও বলেন, এই উৎসবের দিন সাধারণত বিভিন্ন পদের শাক দিয়ে তরকারি তৈরি করার প্রচলন আছে। এদিক কোনো প্রকার আমিষ খাওয়া হয় না।

চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী ১৪ রকমের শাকের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, চৈত্র সংক্রান্তি পালন করতে গিয়ে শাক খুঁজে পেতে যেন আমাদের বেগ পেতে না হয়।

Share Now

এই বিভাগের আরও খবর