সন্ধ্যায় দেশে ফিরছেন মির্জা ফখরুল

আপডেট: April 14, 2025 |
inbound2195487219821376024
print news

সিঙ্গাপুরের চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে তার।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরার কথা রয়েছে। এ সময় তিনি বিমানবন্দর ১ নম্বর গেট ব্যবহার করবেন।

এর আগে গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহাত আরা বেগম।

৭৭ বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ১লা সেপ্টেম্বর তিনি এবং তার সহধর্মিনী সিঙ্গাপুরে গিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য।

২০১৫ সালে কারাগারে থাকা অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। কারাগার থেকে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর নিয়মিত ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

Share Now

এই বিভাগের আরও খবর